সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গ্র্যামি-মনোনীত মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন। শনিবার (১ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সংগীত প্রযোজক ওয়াল্টার মিলসাপ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, শনিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অ্যাঞ্জি যে গাড়িতে ছিলেন, সেটি আলাবামা থেকে আটলান্টা ফেরার পথে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এই মার্কিন সংগীত শিল্পী। মন্টগোমেরি শহর থেকে প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত চালকসহ আরও সাতজনকে চিকিৎসার জন্য ব্যাপটিস্ট মেডিকেল নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অ্যাঞ্জি অল-ফিমেল হিপ-হপ ত্রয়ী ‘দ্য সিকোয়েন্স’র সদস্য ছিলেন। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য পরিচিত ছিলেন।
জীবদ্দশায় তিনি ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন। গানের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।









