বিবাহবিচ্ছেদের পর থেকেই পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমার মধ্যে ছিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ছয় সন্তানের অভিভাবকত্ব, সম্পত্তির মালিকানা, মানহানির অভিযোগ নিয়ে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট গত কয়েক বছর ধরে লড়ছেন। অবশেষে সব অভিযোগ তুলে নিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি ব্র্যাড পিটকেও লড়াই শেষ করার অনুরোধ করেছেন তিনি।
সম্প্রতি জোলি ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন। জেন ডো ছদ্মনামে আদালতে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ঘটনা নিয়ে পিটের বিরুদ্ধে করা মানহানির মামলার সঠিক তদন্ত হয়নি। ২৫ সেপ্টেম্বর আদালতকে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
সন্তানদের হেফাজত নিয়েও উভয়ের মধ্যে সমঝোতা হয়েছে আগেই। তবে আঙুর বাগান শ্যাতু মিরাভেল নিয়ে এখনো কিছু জটিলতা রয়ে গেছে। আর তাই জোলি চাইছেন, এই লড়াইও শেষ করতে।
জোলির লিগ্যাল টিম সম্প্রতি গণমাধ্যমকে এক বিবৃতিতে বলেছে, ‘ব্র্যাড পিটকে জোলি অনুরোধ করেছেন আইনি লড়াই শেষ করে পরিবারকে সুস্থ পরিবেশে এগিয়ে যাওয়ার পথ করে দেয়ার জন্য। তবে যতক্ষণ না ব্র্যাড পিট মামলার ইতি টানছেন, ততক্ষণ জোলির এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’
২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা করতে গিয়ে কাছাকাছি আসেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। প্রায় এক দশকের সম্পর্কের পর ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। মিডিয়ায় এ জুটি পরিচিতি পেয়েছিল ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০১৭ সালে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস









