ব্রাজিলের তরুণ তারকা এন্ড্রিক ফিলিপে বিয়ে করেছেন। ১৮ বর্ষী রিয়াল মাদ্রিদ ফুটবলারের স্ত্রীর নাম গ্যাব্রিয়েলি মিরান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিয়ের কথা জানিয়েছেন মিরান্ডা।
২১ বর্ষী মিরান্ডা পেশায় পুষ্টিবিদ ও মডেল। এক বছরের কম সময় ধরে এন্ড্রিকের সঙ্গে প্রেমের সম্পর্ক তার। এবার গাঁটছড়া বাধলেন দুজনে।
সোমবার বিয়ের খবর জানানোর পাশাপাশি দুজনের ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘ম্যাথু ১৯:৬, তাই তারা আর দুই নয়, কিন্তু এক অস্তিত্ব। ঈশ্বর যা একত্রিত করেছেন তা কেউ আলাদা করতে পারে না। অবশেষে আমরা বিয়ে করেছি।’
এর আগে এন্ড্রিক জানিয়েছিলেন, বন্ধুদের মাঝে বাজি ধরতে গিয়ে মিরান্ডার সঙ্গে প্রথম পরিচয় তার। দুজনেরই বন্ধু, এমন একজনের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল। তারপর প্রেমের সম্পর্কে জড়ান। প্রেম নিয়ে একটি লিখিত চুক্তিও করেছিলেন তারা।








