টি-টুয়েন্টি বিশ্বকাপে ভোরে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ল ক্যারিবীয় দলটি। আফ্রিকার দেশটিকে ৩৯ রানে অলআউট করে ১৩৪ রানের রেকর্ড জয় তুলে নিয়েছে রোভম্যান পাওয়েলের দল। টি-টুয়েন্টিতে রানের হিসেবে যেটি উইন্ডিজের সবচেয়ে বড় জয়। আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে, ৮৪ রানের। আর উগান্ডা ডুবেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন রানে অলআউটের ভুলতে চাওয়া রেকর্ডে।
প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার ভোরে টসে জিতে আগে ব্যাট করতে নামে রোভম্যান পাওয়েলের উইন্ডিজ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দেশটি। জবাবে আকিল হোসেনের তোপে নিয়মিত উইকেট হারিয়ে ৪৮ বল বাকি থাকতে কেবল ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডা।
তাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডের পাশে নাম লিখিয়েছে উগান্ডা। আগে একই সর্বনিম্ন ৩৯ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড কেবল ছিল নেদারল্যান্ডসের। তারা উগান্ডার চেয়ে আরও ৯ বল কম খেলেছিল। ২০১৪ আসরে ডাচদের ১০.৩ ওভারে ৩৯ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডেও নেদারল্যান্ডস-শ্রীলঙ্কার নাম। ২০২১ বিশ্বকাপে লঙ্কানদের কাছে ৪৪ রানে অলআউট হয়েছিল ডাচবাহিনী।
১৭৪ রানের লক্ষ্যে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ব্যাটিং। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে বোর্ডে জমা করতে পারে কেবল ২২ রান। এক রান নিতেই হারায় আরও ২ উইকেট। উগান্ডার হয়ে সর্বোচ্চ ২০ বলে ১৩ রান আসে জুম্মা মিয়াজির ব্যাট থেকে। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভার বল করে ১১ রান খরচায় ৪ উইকেট নেন আকিল হোসেন। ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার এটি। বাকিদের মধ্যে আলঝারি জোসেফ নেন দুটি। রোমারিও শেফার্ড, আন্দ্রে রাসেল ও গুডাকেশ মোতি নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেট হারিয়ে ৫১ আসে পাওয়ার প্লে থেকে। ৪১ রানের ওপেনিং জুটি ভেঙে আউট হন ব্র্যান্ডন কিং। ৮ বলে ১৩ রান আসে তার ব্যাটে। কিছুটা চাপে পড়লে নিকোলাস পুরান ও জনসন চার্লসের চেষ্টায় সেটি সামাল দেয় ক্যারিবীয় দল।
উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবার বলে পুরান আউট হন ১৭ বলে ২২ রানে। রানের চাকা সচল রাখেন জনসন। ১০৫ রানের সময় ৪২ বলে ৪৪ করা জনসনকে ফেরান দিনেশ নাকরানি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েল করে যান ১৮ বলে ২৩ রান।
শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৬ বলে ২২ রানের সঙ্গে আন্দ্রে রাসেলের অপরাজিত ১৭ বলে ৩০ রানে ভর করে ১৭৩-এ পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।









