মারা গেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রবার্ট অ্যান্ডারসন। ১৯৭৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ী দলের সদস্য তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
রোববার শেষনিঃশ্বাস ত্যাগ করেন সাবেক কিউই ওপেনার। মঙ্গলবার তার মৃত্যুর খবর জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। একইসঙ্গে শোক প্রকাশ করেছে সংস্থাটি।
১৯৭৬ সালে কিউই জার্সিতে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। লাহোরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯২ রান করেন। তার ক্যারিয়ারসেরা ছিল এটি। ১৯৭৮ সাল অবধি প্রায় দুবছরের ক্যারিয়ারে ৯ টেস্ট খেলেছেন। ১৮ ইনিংসে ৪২৩ রান করেন। সেঞ্চুরি না থাকলেও তিনটি ফিফটি আছে।
ওয়ানডেতে কেবল দুটি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ১৬ রান আসে তার ব্যাট থেকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১১ ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ১৯৭ ইনিংসে করেছেন ৫,৬০৯ রান। ৮টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি রয়েছে তার।
লিস্ট-এ ক্রিকেটে ২১ ম্যাচে করেছেন ৪২৩ রান। ছিল একটি ফিফটির ইনিংস।









