লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেমস অ্যান্ডারসন। ম্যাচের তৃতীয় দিনে আবেগঘন সংবর্ধনা পেয়েছিলেন কিংবদন্তি পেসার। সতীর্থ ও প্রতিপক্ষ দলের সদস্যদের গার্ড অব অনার এবং গ্যালারিতে দর্শকদের ভালোবাসায় শিক্ত হয়েছিলেন অ্যান্ডারসন। ৪১ বর্ষী পেসারের অবসরকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। তার মতে অ্যান্ডারসনকে জোর করে অবসরে পাঠানো হয়েছে।
অ্যান্ডারসনের বিদায়ের পর ইংল্যান্ডের একটি গণমাধ্যমে কলাম লিখেছেন লয়েড। সেখানেই এমন বিস্ফোরক মন্তব্য করেন। একইসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যাপক সমালোচনাও করেছেন। অ্যান্ডারসন পারফর্ম করছেন না, বিষয়টি এমন নয়। বরঞ্চ বয়স বাড়ার কারণেই তাকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে বলে অভিযোগ লয়েডের ।
‘সর্বকালের সেরাদের একজনের বিদায়। জিমি অ্যান্ডারসনের বিদায়ে দুঃখের বিষয় হলো, তিনি এখনও আগের মতই বোলিং করেছেন। যথার্থতা, গতি, স্ট্যামিনা সব গুণাবলিই দেখিয়েছেন। উইকেটও নিচ্ছেন। তারা (বোর্ড কর্তৃপক্ষ) বলে যে, আগামী বছরের অ্যাশেজকে মাথায় রেখে এগিয়ে চলেছে। আমি বলবো, আপনারা সেরা দল বাছাই করুন। বয়সের কারণে তাকে জোর করে বাদ দেয়া হয়েছে। এই সময়ে দলে অন্তর্ভুক্তির সময় এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বাধ্য হয়ে অনেকে খেলা বন্ধ করে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনাদের বলছি, আমি এই অনুভূতি জানি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলে ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যান্ডারসন। তার বিদায়ী টেস্টে ইনিংস ব্যবধান ও ১১৪ রানে জয় পেয়েছে ইংলিশবাহিনী।








