কাইলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তারকাদের বেঞ্চে বসিয়ে রেখেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বদলি হিসেবে তারা মাঠে নামলেও আগেই দেপোর্তিভো মিনেইরোর জালে গোল উৎসব করে ফেলেছিল রিয়াল। লস ব্লাঙ্কোসদের দুর্দান্ত জয়ে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। জালে দেখাও পেয়েছেন ৩৭ বর্ষী মিডফিল্ডার। ক্রোয়েট তারকা ফুটবলের জন্যই উপহার, বলছেন কোচ আনচেলত্তি।
কোপা ডেল রের শেষ ষোলোয় ওঠার পথে স্প্যানিশদের চতুর্থ স্তরের ক্লাব মিনেইরোর সঙ্গে ৫-০তে জিতেছে রিয়াল। জোড়া গোল করেছেন আরদা গুলের। একটি করে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিঙ্গা ও লুকা মদ্রিচ। দারুণ জয়ে শেষ ষোলোর টিকিট কাটে রিয়াল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ২৬ ম্যাচে ১১টিতে প্রথম একাদশে ছিলেন মদ্রিচ। তার প্রভাব এবং পেশাদারিত্ব আনচেলত্তির দৃষ্টি এড়ায়নি। ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘লুকা ফুটবলের জন্য এবং এমনকি যারা এটি ঘনিষ্ঠভাবে উপভোগ করতে পারে তাদের জন্যও একটি উপহার। সমর্থক, খেলোয়াড়, কোচ, আমার জন্য, দুর্দান্ত উপহার।’
‘এই ধরনের ম্যাচের জন্যও সে যেভাবে প্রস্তুতি নেয়, যেন এটি একটি ফাইনাল। এটি তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ।’









