গতমাসে কোচ ডোরিভাল জুনিয়রকে বিদায় করে দেয়ার পর ব্রাজিল দলের কোচের জায়গা এখনও খালি। সেখানে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নেয়ার জন্য আবারও আলোচনা হচ্ছে। অন্যদের চেয়ে এখনও জায়গাটির জন্য এগিয়ে ৬৫ বর্ষী আনচেলত্তি, খবর ইউরোপের সংবাদমাধ্যমে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পছন্দের তালিকায় আছেন আল হিলাল কোচ হোর্হে জেসুসও। ডোরিভাল জুনিয়রের জায়গা তিনিও নিতে পারেন। ২০২২ সালে কোচ টিটে পদ ছাড়ার পর সে জায়গায় কাউকে স্থির করতে পারেনি ব্রাজিল।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আনচেলত্তির এখনও সময় বাকি আছে। ২০২৬ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও আপাতত চাপে আছেন এ ইতালিয়ান। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর তার উপর চাপ তৈরি হয়েছে।
শনিবারের কোপা ডেল রের ফাইনাল নিবীড়ভাবে পর্যবেক্ষণ করছে সিবিএফ। এল ক্ল্যাসিকো ফাইনালে শিরোপার জন্য লড়বে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ফাইনালের হার আনচেলত্তির বিদায়ের পথ করতে পারে।
আনচেলত্তির কাছে বিদায়ের বিষয়ে প্রশ্ন করায় সম্প্রতি উত্তর দেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই। এ বিষয়ে আমাদের কথা হবে মৌসুমের শেষে।’ সিবিএফ এবং আনচেলত্তির মধ্যে সম্প্রতি আবারও আলোচনা হয়েছে। একজন এজেন্ট এবং দুজন ব্রাজিলিয়ান প্রতিনিয়ত তথ্য আদান-প্রদান করছেন। এক্ষেত্রে আনচেলত্তির ছেলে ডেভিডও রয়েছেন।
তবে সিবিএফ আনুষ্ঠানিকভাবে ইউরোপে প্রতিনিধি থাকার কথা অস্বীকার করেছে, ‘বিষয়টি এককভাবে ছেলেদের জাতীয় দলের সমন্বয়কারী রদ্রিগো কেতানো এবং সিবিএফ সভাপতি রদ্রিগেজ দেখাশোনা করছেন।’









