ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ে বলে কথা! এ বিয়েতে হইহুল্লোড় থাকবে না তা কি হয়। আগামী ১২ জুলাই বিয়ে করছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এর আগে গত মার্চে গুজরাটের জামনগরে জমকালো আয়োজনে হয়েছে তাদের প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠান। তবে এবার দেশে নয়, বিদেশের মাটিতে হবে তাদের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান।
জানা গেছে, ইতালিতে এবার প্রাক-বিবাহ অনুষ্ঠান উদযাপন করবেন অনন্ত-রাধিকা। অনুষ্ঠানের জন্য নেয়া হয়েছে বিলাশবহুল জাহাজ। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহের বিলাসবহুল জাহাজটি।








