‘খোঁজ দ্য সার্চ’ থেকে ‘কিল হিম’- ১৪ বছরের ক্যারিয়ারে ড্যাশিং লুকেই দেখা গেছে চিত্রনায়ক অনন্ত জলিলকে! কিন্তু এই প্রথম সিনেমার পর্দায় দর্শক তাকে দেখবে লুঙ্গি-গামছা পরে!
বিগ বাজেটের নতুন ছবি ‘অপারেশন জ্যাকপট’-এর জন্য এই নতুন লুক নিতে হয়েছে অনন্তকে! যেখানে তাকে লুঙ্গি গামছা পরতে দেখা গেছে! শুক্রবার (৫ জানুয়ারি) এফডিসিতে শুটিংয়ের সময়ে এই লুকেই ক্যামেরার সামনে উপস্থিত হন এই নায়ক।
‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং শুরু হয়েছে ২৯ নভেম্বর থেকে। এই ছবিটি নিজের ক্যারিয়ারে অন্যতম অর্জন বলে এদিন মন্তব্য করেন জলিল। লুঙ্গি গামছা নিয়ে অনন্ত বলেন, আমরা অভিনেতা, চরিত্রের কারণে যে কোনো লুক বেছে নিতে আমাদের সমস্যা নেই। তারউপর দেশপ্রেম নিয়ে সিনেমা, এটাতে সুযোগ পাওয়ায় আমার জন্য গর্বের।
এসময় অনন্ত আরো বলেন, আজকে আমাকে লুঙ্গি পরা অবস্থায় প্রযোজক-পরিচালক ইকবাল ভাই আমাকে বলছেন, আমি আমার পরবর্তী সিনেমাতেও আপনাকে লুঙ্গি পরা কোনো চরিত্রে অভিনয় করাবো! আমাকে নাকি লুঙ্গিতে অনেক ভাল লাগছে।
অনস্ক্রিন কিংবা অফস্ক্রিনে পোশাকে বেশ টিপটপ থাকতেই দেখা যায় অনন্তকে। শুক্রবার গামছা-লুঙ্গি পরা অবস্থায় অনন্তকে দেখে সংবাদকর্মীরাও প্রশ্ন রাখেন, অনন্ত কি বাসায় লুঙ্গি পরেন? জবাবে অনন্ত বলেন, শুধু আমি না, আমার ধারণা সব বাঙালিই পোশাক পরিবর্তনের সময় একবার হলেও লুঙ্গি পরে থাকেন। এটা আমাদের অভ্যাস আছেই।
অনন্ত জানান, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সিনেমার দর্শকরা। তাই এই চরিত্রটি তার দর্শকদের জন্য বিশেষ চমক!
পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থে ছবিটির প্রযোজক স্বপন চৌধুরী। জানা গেছে এফডিসিতে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুরসহ দেশের চারটি সমুদ্রবন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি শুটিং হবে।
অনন্ত জলিল ছাড়াও সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুণ, ওমর সানী, নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, শহিদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, খোরশেদ আলম খসরু, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরীসহ অনেকে।







