ব্যবসায়ী থেকে সিনেমার নায়ক হওয়া অনন্ত জলিল এবার ‘কার রেসিং’ নিয়ে নতুন ছবি করবেন। নাম ‘দ্য লাস্ট হোপ’। গত বছর এমনটাই জানিয়ে ছিলেন ‘দিন দ্য ডে’ ছবির এই নায়ক। এবার ছবিটি নিয়ে নতুন তথ্য দিলেন তিনি।
ঈদে মুক্তি প্রাপ্ত ছবি ‘দিন দ্য ডে’র প্রচারণায় হলে হলে ছোটাছুটির ফাঁকে গণমাধ্যমে ‘দ্য লাস্ট হোপ’ নিয়ে মুখ খুলেন অনন্ত জলিল।
তিনি বলেন, ‘নেত্রী দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় আছে। এর পরের ছবি হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’। ছবিটি নির্মিত হবে নরওয়ে থেকে। আমি ও বর্ষা শিল্পী হিসেবে কাজ করবো।
আমেরিকান ছবিতে যেসব কার রেসিং থাকে ঠিক তেমনভাবে ‘দ্য লাস্ট হোপ’ তৈরি হবে বলে জানান অনন্ত জলিল।
তিনি বলেন, এই ছবির স্ক্রিপ্ট রেডি আছে। ম্যাক্সিমাম শুটিং হবে ইউরোপ ও দুবাই। ইন্ডিয়া, পাকিস্তান, চীন, সুইডেন, নরওয়ে, জার্মানি, ইংল্যান্ড ও দুবাইয়ের আর্টিস্টরা কাজ করবেন। সত্যিকারের ইন্টারন্যাশনাল মানের ছবি হবে ‘দ্য লাস্ট হোপ’।
ঈদে ১০৭টি সিনেমা মুক্তি পায় অনন্ত-বর্ষার ছবি দিন দ্য ডে। মুক্তির আগে থেকে অনন্ত দাবি করছিলেন, তার এই ছবির বাজেট ১০০ কোটি টাকা। মুক্তির পর ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।








