অবশেষে চলে এলো সেই প্রতীক্ষিত দিনটি। দুটো প্রাক বিবাহ অনুষ্ঠান সূচির পর অবশেষে সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আর আজ সেই ১২ জুলাই। ছোটবেলার প্রেম নতুন ধাপে উন্নীত হবে আজই। কিন্তু বিয়ের যাবতীয় কার্যক্রমে কখন কী ঘটবে জানেন কি?
বীরেন এবং শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকার সঙ্গে ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত। হিন্দু রীতিনীতি মেনেই এদিন তাদের শুভ বিবাহ সম্পন্ন হবে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাদের এই শুভ বিবাহ অনুষ্ঠান।
বলাই বাহুল্য আম্বানিদের এই বিয়েতে দেশ বিদেশের একাধিক মান্যগণ্য হাইপ্রোফাইল অতিথিরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই এই বিয়েতে যোগ দিতে অনেকেই সেখানে হাজির হয়েছেন।
জানা গেছে, বরযাত্রীরা সবাই এক জায়গায় আসবে এবং সাফা বাঁধা অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর ৩টা থেকে। এরপর বরযাত্রী বেরিয়ে প্রসেশন করে বিবাহ বাসরে পৌঁছবে। রাত আটটায় মালা বদল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর রাত সাড়ে নয়টায় লগ্ন বিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।
বলিউড তারকা থেকে শুরু করে স্পোর্টস, রাজনীতি, ব্যবসা, বিদেশের তারকা সহ বিভিন্ন ফিল্ডের খ্যাতনামা ব্যক্তিরা এদিন উপস্থিত থাকবেন অনন্ত-রাধিকার বিয়েতে। শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আমির খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, কিম কার্দাশিয়ান প্রমুখকে দেখা যাবে এই বিয়েতে। তবে করোনায় আক্রান্ত হওয়ায় অক্ষয় কুমারকে দেখা যাবে না বিয়েতে। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিয়েতে যোগ দিতে ইতোমধ্যেই পৌঁছেছেন সেখানে।
জানা গেছে, তিন দিন ধরে চলবে অনন্ত-রাধিকার বিয়ে। শুক্রবার শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হবে রিসেপশন।-টাইমস অব ইন্ডিয়া









