Advertisements
যারা পড়তে পারেন না, এমন ভোটাররা কিভাবে গণভোটে চারটি বিষয়ের প্রশ্নের উত্তর দিবেন-সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। গণভোটের প্রক্রিয়াকে সরকার জটিল করে ফেলেছে মন্তব্য করে তারা বলছেন, এতে প্রকৃত জনমত জানা যাবে না। বিশ্লেষকদের আশঙ্কা, এ প্রক্রিয়া সহজ না করলে ভোটারদের বড় অংশ হয় গণভোটে অংশ নিবেন না, অথবা ভুল উত্তর দিতে পারেন।








