Advertisements
মেহেরপুরে কলা চাষে বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগেই পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো প্রযুক্তিই কাজে আসছে না। কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত সার প্রয়োগের কারণে এই পরিস্থিতি।








