বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করেছিল গতকাল রোববার। পদত্যাগের জন্য দিয়েছিল আল্টিমেটামও। তার আগেই ওই অধ্যক্ষের রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২১অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পাওয়া গেছে।
এর আগে গত ১৮ অক্টোবর শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়। নিখোঁজের দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ফজলুর রহমানের মরদেহ পাওয়া গেছে।








