মালদ্বীপের রাজধানী মালের কাছে তাজ এক্সোটিকা রিসোর্ট সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী নৌকা ডুবে এক প্রবাসীসহ দুইজন নিখোঁজ হয়েছে ।‘বালমা ৬’ নামের নৌকাটিতে মোট চারজন আরোহী ছিলেন।
মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ) জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়।
মালে এরিয়া কমান্ড কোস্টগার্ডের দ্বিতীয় স্কোয়াড্রনের ডুবুরি দল ঘটনাস্থলে সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে অতিক্রমকারী একটি জাহাজের সহায়তায় চারজনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন মালদ্বীপের নাগরিক এবং অপরজন একজন প্রবাসী। তবে ওই প্রবাসীর জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।









