Advertisements
মৃত্যুর মত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। মৃত্যু অনিবার্য, তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও। তাহলেই দেখবে জীবন অনেক সুন্দর। এমনটাই বলেছিলেন আমাদের কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরীদি। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি অসংখ্য ভক্তকে কাঁদিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। তার মৃত্যুর ১২ বছর পূর্ণ হলো আজ।






