সংগীতশিল্পী জুবিন গার্গের মরদেহ যখন নিজ জন্মভূমি আসামে আনা হচ্ছে, ঠিক তখনই ভক্তদের উদ্দেশে আবেগঘন আহ্বান জানিয়েছেন তার স্ত্রী গরিমা গার্গ।
জুবিন গার্গের ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে গরিমা ভক্তদের অনুরোধ করেছেন যেন সবাই শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করেন এবং কোনো বিশৃঙ্খলা বা বিরোধ সৃষ্টি না করেন।
ভিডিও বার্তায় গরিমা জুবিনের শেষ যাত্রায় শান্তি ও মর্যাদা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
একই সঙ্গে তিনি জনসাধারণকে অনুরোধ করেছেন যেন জুবিনের অকাল মৃত্যুর জন্য তাদের পরিবারের দীর্ঘদিনের সদস্য ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থকে দায়ী না করা হয়।
গরিমা বলেন, “সিদ্ধার্থ আমাদের কঠিন সময়ে সবসময় পাশে থেকেছে, আর এখন আমি তাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজনীয় মনে করছি। তাই আমি সবাইকে অনুরোধ করছি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা থেকে বিরত থাকুন।”
এছাড়া জুবিন ভক্তদের উদ্দেশে তিনি ভুল তথ্য বা গুজব ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। গরিমা জোর দিয়ে বলেন, জুবিনের শেষকৃত্য যেন শান্তিপূর্ণভাবে এবং পূর্ণ মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়।
তার অনুরোধ- ভক্তরা যেন ভালোবাসা, দোয়া এবং শ্রদ্ধার সঙ্গে জুবিন গার্গের স্মৃতিকে সম্মান জানায়, যা তার জীবদ্দশায় আসাম এবং আসামবাসীর হৃদয়ে এক অমোঘ প্রভাব তৈরি করেছিল।
সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন আসামের সুপারস্টার আইকন জুবিন গার্গ। তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে আসাম। তার মৃত্যু ঘিরে উৎসবের আয়োজক শ্যামকানু মহান্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন ভক্তরা।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ বাড়তে থাকায় আসাম সরকার ইতোমধ্যে তদন্তভার সিআইডিতে হস্তান্তর করেছে। ঠিক এই সময়ে শান্তির বার্তা দিলেন গরিমা গার্গ।









