‘এখন নিকাব সরিয়ে খাবার খাই’- কেন বললেন জায়রা?

ধর্মের টানেই বলিউডকে বিদায় জানিয়েছিলেন আমির খানের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় চার বছর। দীর্ঘ এই সময়ে জনসম্মুখে দেখাননি নিজের মুখ। এমনকি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বর্তমান চেহারার কোন ছবি নেই।

তবে এরমধ্যে হঠাৎ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন জায়রা। সেখানেই হিজাবের সমর্থনে মুখ খুলেছেন প্রাক্তন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি টুইটারে পোস্ট করা একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। যেখানে দেখা গেছে, নিকাব ও হিজাব দুটোই পরে রয়েছেন একজন মহিলা। আর ওই অবস্থাতেই হাত দিয়ে হালকা নিকাব সরিয়ে খাবার খাচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’ আর তাতেই গর্জে ওঠেন জায়রা।

তিনি সেই ছবিটি রি-পোস্ট করে লেখেন যে, ‘‘এই তো একটা বিয়েবাড়িতে গেলাম। এভাবেই খেয়ে এসেছি। এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। যদিও আশেপাশের লোকজন হিজাব খোলার জন্য বার বার জোর করতে থাকেন। তবে আমি আমার হিজাব কখনোই খুলব না।’’

বহু টুইটার ব্যবহারকারী, যারা কিনা জায়রাকে অনুসরণ করেন তারা প্রাক্তন এই অভিনেত্রীর মতামতকে সমর্থন করেছেন। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘যেটা বলেছেন সেটা ঠিক জায়রা ওয়াসিম। আপনার উত্তর পছন্দ হয়েছে। কে কী করবো, সেটা সম্পূর্ণরূপে আমাদের পছন্দ।’

অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’ যদিও যারা মন্তব্য করেছেন, তাদের প্রায় সবাই ইসলাম ধর্মাবলম্বী।

এর আগে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা ওয়াসিম।

সূত্র: পিঙ্কভিলা

অভিনয়জায়রা ওয়াসিমবলিউডসিনেমা