সাকিবদের খেলা দেখতে চট্টগ্রামে দর্শক-ঢল

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই ভরে উঠেছে গ্যালারি। সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের ম্যাচ থাকায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। গ্যালারিতে সাকিবদের লাল জার্সির আধিক্য।

মিরপুর পর্বে দর্শক উপস্থিতি ততটা ছিল না। এর একটি কারণ হতে পারে শৈত্যপ্রবাহ। বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে ঝলমলে রোদ মাথায় নিয়ে। ছুটির দিনের শীতের বিকেলটা হয়ে উঠেছে বেশ উপভোগ্য।

সাকিবের বরিশাল লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। ২০৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে হোম টিম। মিরপুরে দুই ম্যাচে এক জয় নিয় বন্দরনগরীতে এসেছেন সাকিব-মিরাজরা। চট্টগ্রামও দুই ম্যাচে একটিতে জয় পেয়েছে।

বিজ্ঞাপন

ইফতিখারচট্টগ্রাম চ্যালেঞ্জার্সফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টস