বরিশালের দাপুটে জয়ে চট্টগ্রাম পর্ব শুরু

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে ফরচুন বরিশাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল ২৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হোম টিম থামে পৌনে দুইশ পেরিয়ে।

বিপিএল চট্টগ্রামে আসতেই দেখা মিলল বড় স্কোরের। টস হেরে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে মারেন টানা তিন চার। তাতে আভাস মেলে অসাধারণ কিছুর। বরিশালের ওপেনার বেশিক্ষণ টিকে থাকতে না পারলেও ঠিকই দুইশ পেরোয় দলটি।

শুরু থেকেই আগ্রাসী খেলে বরিশাল। ৪ ওভারে ২ উইকেট হারালেও বোর্ডে তোলে ৪৬ রান। শেষ পর্যন্ত চলতি আসরের সর্বাধিক দলীয় স্কোর তোলে সাকিবের দল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জমা করে ২০২ রান।

দুই ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজ ঝড় তোলেন। তাইজুল ইসলামের করা তৃতীয় ওভারের শেষ বলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়েন মিরাজ। ১২ বলে ৩ চার ও এক ছক্কায় ২৪ করে যান টাইগার অলরাউন্ডার। সাকিব ৩ বলে ৮ রান করেন।

বিজয় যখন আউট হন, স্কোর ৭.২ ওভারে ৩ উইকেটে ৭১ রান। লঙ্কান লেগ ব্রেক বোলার বিজয়কান্ত বিয়াস্কান্তের বলে জিয়াউরের তালুবন্দি হন। তার ব্যাটে আসে ২১ বলে ৫ চারে ৩০ রান।

উইকেট পতনের মাঝেও রানের গতি সচল রাখে চট্টগ্রাম। চতুর্থ উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৫ রান করে উন্মুক্ত চাঁদের ক্যাচ হন রিয়াদ, ভাঙে জুটি।

ফিফটির কাছে গিয়ে জাদরান আউট হন। পেসার আবু জায়েদ রাহীর বলে ম্যাক্স ও’ডাউডের ক্যাচ হন। ৩৩ বলে ৪টি চার ও ৩ ছক্কায় সাজান ৪৮ রানের ইনিংস।

১৯তম ওভারের প্রথম দুই বলে করিম জানাত ও চতুরাঙ্গা ডি সিলভাকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রাহী। তৃতীয় বলে এক রান নিয়ে সেটি হতে দেননি কামরুল ইসলাম রাব্বি। শেষ তিন বলে ছক্কা হাঁকিয়ে বরিশালকে বড় স্কোরে নেন ইফতিখার আহমেদ।

মৃত্যুঞ্জয়ের করা ২০তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে বাউন্ডারি মারার পর শেষ বলে ইফতিখার ছক্কা হাঁকিয়ে শেষে দুইশ রানের গণ্ডিই পার করান। ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ২১৯.২৩ স্ট্রাইক রেটে ৫৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের পক্ষে রাহী ৩ উইকেট পেলেও ব্যয়বহুল ছিলেন, খরচ করেন ৪৯ রান। একটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয়, বিয়াস্কান্ত, জিয়াউর ও তাইজুল।

জবাবে মাত্র ৪ উইকেট হারালেও ১৭৬ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। জিয়াউর রহমান ২৫ বলে ৪৭ রানের ক্যামিও ইনিংস খেলে হারের ব্যবধান কমান। দলটির ইনফর্ম ওপেনার উসমান খান ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। আফিফ হোসেন ২১ বলে ২৮ ও ম্যাক্স ও’ডাউড ২৯ বলে ২৯ রান করে আউট হন।

সাকিব, খালেদ আহমেদ, করিম জানাত ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নেন। উইকেট পেলেও খালেদ ছিলেন বেশ খরুচে। ২ ওভারে দেন ৩২ রান।

বিজ্ঞাপন

ফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টস