প্রস্তুতি ম্যাচে পিঠের ডিস্কে চোট পাওয়া ইয়াসির আলী রাব্বি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এ কথা জানান।
মুশফিকুর রহিমের ছুটিতে দারুণ সুযোগ এসেছিল ইয়াসিরের সামনে। লোয়ার মিডলঅর্ডার থেকে প্রমোশন নিয়ে খেলতে পারতেন পাঁচ নম্বরে। চোটে পড়ায় হাতছাড়া হয়ে গেল বড় সুযোগ!
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ইয়াসিরের পিঠে টান পড়ে। ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে যান। পরে আর ব্যাটিংয়ে নামেননি।
বিসিবির ফিজিও জানান পিঠের ডিস্কে যে ধরনের চোট তা সেরে উঠতে অন্তত ২-৩ সপ্তাহ লেগে যায়। ১৬ জুন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
বিজ্ঞাপন