বার্সার সঙ্গে ‘অবিচার’ হয়েছে

ইন্টার মিলানের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় থাকা বার্সেলোনা অবিচারের শিকার হয়েছে বলছেন কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচের অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ এ স্প্যানিয়ার্ডের।

ম্যাচের ৬৭ মিনিটে পেদ্রি জালে বল জড়িয়েছিলেন। তাতে বার্সা অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারার পরিস্থিতিতে আসে, কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। আনসু ফাতির হ্যান্ডবলের জন্য ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়।

এরআগে ২৪ মিনিটে এরিক গার্সিয়া ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলেও ভিএআরে ধরা পড়ে বিল্ড আপের সময় অফসাইড ছিল। বার্সা সেজন্য স্পট কিকও পায়নি।

ম্যাচের অন্তিম মুহূর্তে ইন্টারের বক্সে ডিফেন্ডার ডেঞ্জেল ডামফ্রিসের হাতে বল লাগে। পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি বার্সা। ভিএআরের সাহায্য নিয়ে বার্সার পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।

ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘রেফারির উচিৎ এখানে ব্যাখ্যা করা যে তিনি কেন এই সিদ্ধান্তগুলো নেন। তিনি ভুল করুন বা না করুন, এটি তাদের আরও অনেকবেশি মানবিক করবে। আজ আমি সত্যিই অসন্তুষ্ট। মনে করি, সত্যিকার অর্থেই অবিচার হয়েছে।’

ন্যু ক্যাম্পে ইন্টারের সঙ্গে ফিরতি ম্যাচটি সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে বার্সার বাঁচা-মরার লড়াই হতে চলেছে। অবশ্য পরের তিন ম্যাচকেই ফাইনালের সঙ্গে তুলনা করছেন জাভি।

‘সামনে আরও তিনটি ফাইনাল আছে। আমাদের আরও ক্ষিপ্রতা দেখাতে হবে। প্রথমার্ধ ভালো ছিল না। আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। তবে অবশ্যই আজ আমরা ক্ষুব্ধ।’

ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগজাভিবার্সেলোনালিড স্পোর্টস