বার্সার সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর জাভির

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। গণমাধ্যমের খবর, ২০২৫ সাল পর্যন্ত তিনি কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন।

জাভি দুই বছর আগে বার্সার কোচের দায়িত্ব নেন। গত মৌসুমে লা লিগা জেতার আগে ক্লাবটিকে স্প্যানিশ সুপার কাপে সাফল্যের পথ দেখান।

৪৩ বর্ষী কোচ চলতি মাসের শুরুতে তার থাকার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়াতে সম্মত হন। গত সপ্তাহে বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘বার্সায় আমি আনন্দে আছি। আমার চুক্তি নবায়ন কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে।’

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার শুরুটা ভালো হয়েছে। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই পেয়েছে জয়ের দেখা, একটিতে ড্র। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা দুই পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে আছে। বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিইয়ে শুরু করেছে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান।

বিজ্ঞাপন

চুক্তিজাভিবার্সেলোনালিড স্পোর্টস