সমঝোতার পথে হলিউডের লেখকদের ধর্মঘট?

ন্যায্য পারিশ্রমিক এবং সিনেমা ও সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। এর কিছুদিন পরেই তাঁদের সঙ্গে যোগ দেন অভিনয়শিল্পীরা। অবশেষে এই চার মাসব্যাপী চলা এই আন্দোলনের অবসান হতে চলেছে।

বুধবার ইউনিয়ন চারজন সিইও- ডেভিড জাসলাভ (ডিসকভারি), টেড সারানদোস (নেটফ্লিক্স), বব ইগার (ডিজনি) ও ডোনা লাংলের (এনবিসি ইউনিভার্সাল) সঙ্গে দেখা করেছে। দ্বিপাক্ষিক আলোচনা শেষে এক যৌথ বিবৃতি দিয়েছে রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডাব্লিউজিএ) ও অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস (এএমপিটিপি)।

বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ডাব্লিউজিএ ও এএমপিটিপি ডব্লিউজিএ এবং এএমপিটিপি আজ বৈঠকে বসেছিল। আগামীকাল আবার বৈঠক হবে।’

দুই পক্ষের বৈঠক এবং যৌথ বিবৃতি দেয়ার বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে শিগগির এই আন্দোলনের অবসান হতে চলেছে।

হলিউড আন্দোলনের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে টেলিভিশন শো ও হলিউডের নির্মাণাধীন সিনেমাগুলো। ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ক্ষতির সম্মুখীন হয়েছে। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে লেখক ও অভিনয়শিল্পীদের কাজে ফেরাতে সচেষ্ট হচ্ছে হলিউডের স্টুডিওগুলো।

সূত্র: হলিউড রিপোর্টার

বিজ্ঞাপন

এআইলিড বিনোদনসিনেমাসিরিজহলিউডহলিউড আন্দোলন