মেয়েদের বিশ্বকাপে রেকর্ড দর্শক

দীর্ঘ একমাসের মহারণের পর রোববার পর্দা নেমেছে মেয়েদের বিশ্বকাপ ২০২৩ আসরের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া আসরে রেকর্ড গড়েছে দর্শক উপস্থিতি। প্রায় ২০ লাখ দর্শক মাঠে গিয়ে উপভোগ করেছেন মেয়েদের ফুটবল মহারণ।

অস্ট্রেলিয়ার সিডনিতে মেয়েদের বিশ্বকাপে রোববার ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় স্পেন। ফাইনালে স্পেনিয়ার্ডদের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা।

মেয়েদের বিশ্বকাপে এবারই প্রথম ৩২ দল নিয়ে হল আসর। তাতে আগের তুলনায় ম্যাচের সংখ্যাও বেড়েছে, ৫২ থেকে বেড়ে হয়েছে ৬৪। ২০১৯ সালের বিশ্বকাপে যেখানে প্রতি ম্যাচে গড় দর্শক ছিল একুশ হাজার ৭৫৬ জন, সেখানে এবার বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯১১ জনে।

আগের বিশ্বকাপের তথ্য বিশ্লেষণ করে ফিফা ধারণা করেছিল ১৫ লাখ টিকিট বিক্রি হতে পারে। নির্ধারিত ১০ স্টেডিয়ামে টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত সবমিলিয়ে ১৯ লাখ ৭৮ হাজার ২৭৪ জন দর্শকের উপস্থিতি মিলেছে। তাতে ফিফার ধারণার চেয়ে প্রায় ৬ লাখ বেশি টিকেট বিক্রি হয়েছে।

দর্শক উপস্থিতির ভিত্তিতে আগের রেকর্ডটি ছিল ২০১৫ সালে কানাডায় হওয়া বিশ্বকাপের সপ্তম আসরে। সেবার ৫২ ম্যাচে মোট ১৩ লাখ ৫৩ হাজার ৫০৬ জন দর্শক উপস্থিত হয়েছিলেন। ২০১৯ সালে ছিল ১১ লাখের কিছু বেশি।

বিজ্ঞাপন

আস্ট্রেলিয়াইংল্যান্ডনিউজিল্যান্ডবিশ্বকাপস্পেন