‘মেয়েরা যাচ্ছে আসবে, পৃথিবীর নিয়ম’

বাংলাদেশের ফুটবলে অঙ্গনে কান পাতলেই যেন শোনা যাচ্ছে ভাঙনের শব্দ। গত ২৬মে সাফ চ্যাম্পিয়ন দলের ২২ বর্ষী ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না হঠাৎ অবসরের কথা জানান ফেসবুক পোস্টে। চীনের একটি একাডেমিতে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য ফুটবল ক্যাম্প ছাড়ার কথা রোববার জানান ডিফেন্ডার আঁখি খাতুন।

ফুটবলারদের অবসর ও ক্যাম্প ছাড়ার মাঝেই বাংলাদেশ জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন পদত্যাগ করেছেন। সোমবার বাফুফেতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তিনি।

টানা আট মাস মেয়েরা আন্তর্জাতিক ফুটবল খেলতে না পারার হতাশার বহিঃপ্রকাশ ও আরও অনেক ঘটনার প্রেক্ষিতে ফুটবলারদের অবসর ও ও কোচের পদত্যাগের ঘটনা ঘটছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে ভাঙনের বিষয়টি মানতে একেবারেই নারাজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সোমবার বিকালে বাফুফে ভবনে বসেছিল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি বৈঠক। মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতেই ডাকা হয় জরুরি সভা। মেয়েদের ফুটবলের টালমাটাল পরিস্থিতির চাপ সামলাতেই মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনে তৎপরতার বিষয়টি বাফুফে সভাপতি অস্বীকার করেন।

‘মেয়েরা যাচ্ছে আসবে, পৃথিবীর নিয়ম। ম্যারাডোনা নাই, মেসি এসেছে। মেসি চলে যাবে। রোনালদো চলে এসেছে সৌদি আরবে। মেয়েরা যারা গিয়েছে তাদের ব্যক্তিগত কারণ আছে, যা তারা প্রকাশ করতে চায় না। কোচ পদত্যাগ করবে আবার আরেকজন আসবে। গোটা পৃথিবীটা এভাবেই চলছে।’

ছোটনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা, ‘এমন প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, আজ অফিসিয়ালি পদত্যাগপত্র পাঠিয়েছে। বোর্ড মিটিংয়ে সব সদস্যদের নিয়ে বসব। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে।’

আঁখিছোটনবাফুফেলিড স্পোর্টসসালাউদ্দিন