মেয়েদের ক্রিকেট উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির ইভেন্টে এখন থেকে ছেলেদের সমান প্রাইজমানি পাবেন মেয়েরাও।
সাউথ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
আইসিসির প্রচেষ্টাকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বলেছেন, ‘ক্রিকেটের ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। আমি আনন্দিত যে আইসিসির বৈশ্বিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাকারী পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন সমানভাবে পুরস্কৃত হবেন।’
‘২০১৭ সাল থেকে দুই বিভাগেই সমান অর্থ পুরস্কারের বিষয়ে লক্ষ্য রেখে মেয়েদের ইভেন্টে প্রাইজ মানি বাড়িয়েছি। এখান থেকে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ জয়ীদের সমান অর্থ পুরস্কার পাবে, টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ক্ষেত্রেও একই।’
‘ক্রিকেট সবার জন্য, আইসিসির এই সিদ্ধান্তটি এটিকে আরও শক্তিশালী করবে। খেলায় প্রত্যেক খেলোয়াড়ের অবদানকে সমানভাবে উদযাপন এবং মূল্যায়ন করতে অনুপ্রাণিত করবে।’
মেয়েদের ২০২০ ও ২০২৩ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ১০ লাখ ডলার ও ৫ লাখ ডলার পায়। যা ২০১৮ সালের আসরে দেয়া প্রাইজ মানির পাঁচগুণ ছিল। মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপেও প্রাইজ মানি বাড়িয়ে করা হয় ৩৫ লাখ ডলার। ২০১৭ আসরে যা ছিল ২০ লাখ ডলার।
বিজ্ঞাপন