পছন্দের উপহার পাচ্ছে মেয়েরা

মেয়েদের এশিয়া কাপে অংশ নেয়া সাতটি দেশের খেলোয়াড়, কোচ, ম্যাচ অফিসিয়ালসহ ২০০ জনকে উপহার দেবে সিলেট আঞ্চলিক ক্রিকেট সংস্থা। গিফট প্যাকে অন্যান্য সামগ্রীর সঙ্গে থাকছে গোলাপি রংয়ের ভ্যানিটি ব্যাগ। এতে মোট খরচ হয়েছে ৪ লাখ টাকা।

উপহার সামগ্রী সিলেটে পৌঁছে গেছে। সিলেট রিজিওনাল ক্রিকেট সংস্থা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিশেষ উপহার আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে তুলে দেবেন।

আতিথেয়তার অংশ ও সিলেটকে ব্র্যান্ডিং করতেই এই আয়োজন বলে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।

প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। এই প্রথম কোনো ইভেন্টে ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী। সাধারণত কোনো টুর্নামেন্টে অংশ নিলে প্রাইজমানি, ম্যাচ ফি পান ক্রিকেটাররা। এবার যোগ হচ্ছে বাড়তি কিছুও।

উপহারটি-টুয়েন্টিমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসসিলেট