নাহিদার অলরাউন্ড নৈপুণ্যে রুপালির জয়

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চম রাউন্ডে খেলাঘর সমাজ কল্যাণ সংঘকে ৪৫ রানে হারিয়েছে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও অক্ষুণ্ণ রেখেছে ক্লাবটি।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাহিদা আক্তারদের ঘূর্ণিতে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় খেলাঘর। এ বাঁহাতি স্পিনার ৯.৪ ওভারে মাত্র ২২ রানে নেন ৫ উইকেট। ৪৬.৪ ওভার খেলে ২১৯ রানে থামে খেলাঘরের লড়াই।

সানজিদা ইসলাম ৭০ রান করেন। স্বর্ণা আক্তার ও লতা মন্ডল উভয়ই ৩৩ রান করেন।

রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান তোলে রুপালি ব্যাংক। ফারজানা হক পিংকি (৫৪), মুক্তা রবীন্দ্রর (৫৭) লড়াকু ফিফটি ও অধিনায়ক জ্যোতির ৪১ রানে ভর করে আড়াইশ পেরোয় ক্লাবটি। নাহিদার ১০ বলে ২১ রানের ক্যামিওতে সংগ্রহ আরেকটু বড় হয় তাদের।

বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে মাত্র ৩১ রানে অলআউট করে ২১৫ রানের বিশাল জয় পেয়েছে মোহামেডান। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে তারা। দলটির ওপেনার সানজিদা ইসলাম ৭৫ ও মিডলঅর্ডার ব্যাটার রুমানা আহমেদ করেন ৭৪ রান।

ফতুল্লায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দলকে ৩ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে জাহানারা আলমের আবাহনী।

জয়বিকেএসপিমেয়েদের ডিপিএল ২০২৩লিড স্পোর্টস