নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট পুনর্বাসন করতে করতেই বিশ্বকাপ দলের সঙ্গে আছেন। আসর শুরুর আগে কিউইরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। গত ছয়মাস চোটের সঙ্গে লড়াই করতে থাকা তারকা ব্যাটার সেই ‘প্রস্তুতি ম্যাচগুলোতে খেলার পরিকল্পনা’ করছেন।
গত মার্চে আইপিএলের প্রথম ম্যাচ খেলার সময় চোট পান ৩৩ বর্ষী উইলিয়ামসন। খেলতে না পারলেও সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সাথে ছিলেন ডানহাতি ব্যাটার। সেসময় বলেছিলেন চোটের উন্নতি হচ্ছে।
এবার প্রস্তুতি ম্যাচ নিয়ে উইলিয়ামসন বললেন, ‘ওয়ার্ম-আপ ম্যাচগুলোর মাধ্যমে আমি যতটা পারি ব্যক্তিগতভাবে এবং দলকে খুব বেশি বিরক্ত না করেই কিছু করার। মূলত যতটা সম্ভব তাদের সাথে জড়িত থাকা যায়। মূল প্রতিযোগিতার আগে আমরা দুটি ম্যাচের সুযোগ পাবো।’
‘বিশ্বকাপ শুরুর পর পরিশ্রম বাড়তে চলেছে, যেটা অপরিচিত মনে হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে বেশ ভালো বোধ করছি। আমি খেলার মধ্যে ফিরতে চাচ্ছি।’
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ও গতবারের রানার্সআপ কিউই দল।
বিজ্ঞাপন