পাঠানো বার্তা এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এমন ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর আগে টেলিগ্রাম এবং সিগন্যালের মতো প্রতিযোগী প্লাটফর্মগুলো পাঠানো বার্তা এডিট করার সুযোগ দিত।

হোয়াটসঅ্যাপ বলেছে, বার্তা পাঠানোর ১৫ মিনিট পর পর্যন্ত ব্যবহারকারীরা তা এডিট করতে পারবেন।

ইনস্ট্যান্ট-মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার অংশ। একইসাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানও মেটা।

হোয়াটসঅ্যাপের রয়েছে ২০০ কোটি ব্যবহারকারী। ৫০ কোটি ব্যবহারকারীসহ ভারতকে হোয়াটসঅ্যাপের বৃহত্তম বাজার হিসাবে গণ্য করা হয়।

এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলেছে, একটি সাধারণ ভুল বানান সংশোধন থেকে শুরু করে পাঠানো বার্তার অতিরিক্ত অংশ যুক্ত করার মত সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ এই ফিচারটি আনতে যাচ্ছে।

আগামী সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বার্তা এডিট করার সুযোগটি পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

টেলিগ্রামমেটাসিগন্যালহোয়াটসঅ্যাপ