অ্যাওয়ার্ড নাইটে না গিয়ে যেখানে রাত কাটাবেন ওয়ার্নার

ফেব্রুয়ারিতে ভারত সফরে টেস্ট সিরিজে যাওয়ার আগে টানা খেলার ধকলে ক্লান্ত বোধ করছেন ডেভিড ওয়ার্নার। শারীরিকভাবে নিজেকে ফিরে পাওয়ার জন্য তার হাতে বিশ্রামের জন্য পাঁচদিনের বেশি সময় হাতে নেই। সেজন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড নাইটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অজি ওপেনার।

ওয়ার্নার আগস্ট মাস থেকে টানা খেলার উপর আছেন। জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রতিটি টেস্ট ম্যাচেও ছিল তার উপস্থিতি।

তারপর এবারের বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে ছয় ম্যাচে খেলেছেন। ব্রিজবেন হিটের কাছে এলিমিনেটর ম্যাচে হেরে তার দল আসর থেকে বিদায় নিয়েছে। এখন টানা খেলার ক্লান্তি ভর করেছে বলে সাংবাদিকদের কাছে ৩৬ বর্ষী ক্রিকেটার নিজেই স্বীকার করলেন।

‘আমি ক্লান্ত। অনেক বেশি ক্লান্ত। টানা খেলে যাওয়া চ্যালেঞ্জিং ছিল। কয়েকজন ইউএই লিগে খেলতে গেছে। তারা ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডে যাচ্ছে না। আমার দৃষ্টিকোণ থেকে বাড়িতে আরেকটা রাত থাকলে ভালো হতো, এমনটাই হবে।’

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে টেস্ট দলে থাকলে বাঁ হাতি ব্যাটারকে অনেকগুলো ম্যাচে খেলার ধকল পোহাতে হবে। বিষয়টি মেনেই নিচ্ছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার।

‘আশা করি পরের বছর আমি চাপ থেকে বেরিয়ে আসতে পারবো। এই মুহূর্তে যেমনটা আছি, তার চেয়ে কিছুটা সতেজ হতে পারবো। সামনের গ্রীষ্ম মৌসুমটা একটা লম্বা সময় ধরে হতে যাচ্ছে। আমাকে কীভাবে সুন্দর এবং সতেজ থাকতে হবে, তা নিয়ে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

ওয়ার্নারক্রিকেট অস্ট্রেলিয়ালিড স্পোর্টস