রমজান ও তারাবির ফজিলত

রমজানের দুটি ফজিলত। মানসামা রমাদান ওয়া ইখতে সাবান গুফেরালাহ মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ইমান রেখে, সাওয়াবের আশা করে, বিশ্বাস রেখে রোজা রাখবে,  আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, গুফিরালাহু মা তাকাদ্দামা মিন জামবিহ। অর্থৎ সেই রোজাদারের পূর্বের যত পাপ আছে তা আল্লাহ পাক মাফ করে দেবেন।

বিজ্ঞাপন

তারাবির ফজিলতমুফতি রুহুল আমীনরমজান