ডিজিটাল বিভাজন কমাতে গ্রামের মানুষকে প্রযুক্তিকে আরও দক্ষ করার সুযোগ তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম সভায় সরকার প্রধান বলেছেন, পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত জনশক্তি তৈরি করতে হবে। প্রযুক্তির দৌড়ে বাংলাদেশ যাতে পিছিয়ে না যায় সেজন্য পুরো সমাজকে স্মার্ট ব্যবস্থাপনায় নিয়ে আসতে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন