বিশ্ববাজারে কাঁচামালের দাম কিছুটা কমলে গত কয়েক মাসে দাম বেড়ে যাওয়া পণ্যের দাম কমাবে ইউনিলিভার বাংলাদেশ। বহুজাতিক কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা- পরবর্তী সময়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় তাদের আমদানি ব্যয় বহুগুণে বাড়লেও ভোক্তার ওপর পুরো চাপ না দেওয়ায় তাদের বার্ষিক উৎপাদন এবং মুনাফা কমেছে।
বিজ্ঞাপন