উয়েফা বর্ষসেরা কোচ ট্রেবলজয়ী গার্দিওলা

মেয়েদের বর্ষসেরা কোচ সারিনা উইগম্যান

কবিতার ছন্দের মতো বর্ণিল ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতার স্বপ্ন বুনেছিলেন প্রায় অর্ধযুগ ধরে। সেটিও পূর্ণ করেছেন ২০২২-২৩ মৌসুমে। ম্যানসিটিকে দিলেন প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জেতার স্বাদ। অনবদ্য অবদানের স্বীকৃতি পেলেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। জিতেছেন উয়েফা বর্ষসেরা কোচের পুরস্কার।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ডের ২০২২–২৩ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। বর্ষসেরা কোচের দৌড়ে গার্দিওলা টপকান ইন্টার মিলানের কোচ সিমিওন ইনজাগি এবং নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এর আগে গত ১৭ আগস্ট বর্ষসেরার দৌড়ে মনোনীত সেরা তিন কোচের নাম জানায় উয়েফা।

স্প্যানিশ কোচ গার্দিওলার অধীনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে লিগ শিরোপা, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পন্ন করে ম্যানচেস্টার সিটি। সবশেষ সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতেছে তার অধীনে।

সেরার দৌড়ে থাকা লুসিয়ানো স্পালেত্তির অধীনে দীর্ঘদিন পর ‘সিরি আ’ শিরোপা জিতেছে নাপোলি। লিগ শিরোপা জেতার পর চ্যাম্পিয়ন্স লিগে স্বদেশী ক্লাব এসি মিলানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্লাবটির।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে যাওয়া ইন্টার মিলান কোচ সিমিওন ইনজাগিও ছিলেন সেরা তিনের তালিকায়। তার অধীনে দীর্ঘদিন পর মিলানের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে। সিরি আ’তে ইন্টার মিলান দুর্দান্ত খেললেও লিগ শিরোপাও জিততে পারেনি, তৃতীয় স্থানে শেষ করে তার দল।

মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সম্প্রতি বিশ্বকাপে রানার্সআপ হওয়া ইংল্যান্ড কোচ সারিনা উইগম্যান। বর্ষসেরার পুরষ্কারটি মেয়েদের বিশ্বকাপ জয়ী স্পেন দলকে উৎসর্গ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইন্টার মিলানউয়েফাগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগনাপোলিবর্ষসেরা কোচম্যানসিটিলিড স্পোর্টসস্পালেত্তি