ফিরতি লেগে মার্টিনেজ ঝলক, মিলানকে হারিয়ে ফাইনালে ইন্টার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

সান সিরোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছিল ইন্টার মিলান। মিলান ডার্বির ফিরতি লেগেও জয় পেয়েছে ইন্টার। এবার ঝলক ছিল বিশ্বজয়ী ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজের। তার গোলে এসি মিলানকে আবারও হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

এসি মিলান ও ইন্টার মিলান, দুই দলেরই ঘরের মাঠ সান সিরো। ইতালির মিলান শহরের দুই জায়ান্ট দলের লড়াইয়ে এবার ১-০ গোলে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান। এতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগোলো মার্টিনেজের দল। বুধবার রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি ম্যাচের জয়ী দলটি ইন্টারের মুখোমুখি হবে ফাইনালে।

সান সিরোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দুদল। বল দখলের লড়াইয়ে যদিও এগিয়ে ছিল এসি মিলান। শেষ হাসিটা হেসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। ম্যাচের প্রথমার্ধে দুদলই গোল করার সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। কাজে লাগাতে পারেনি কোনো দলই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর দুদলই ছোটে গোলের সন্ধানে। সুযোগও আসে বেশ কয়েকবার করে। এসি মিলান বারবার ব্যর্থ হলেও ৭৪ মিনিটে সুযোগ কাজে লাগায় ইন্টার মিলান। লুকাকুর পাস থেকে গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ। শেষঅবধি লিড ধরে রেখে ম্যাচ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে ইন্টার মিলান।

ইন্টার মিলানউয়েফা চ্যাম্পিয়নস লিগএসি মিলানচ্যাম্পিয়ন্স লিগমার্টিনেজলিড স্পোর্টসলুকাকু