ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে। আসন্ন আসরের গ্রুপপর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে পরীক্ষা দিতে হবে পিএসজিকে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হবে গ্রুপপর্বের লড়াই। শেষ হবে ডিসেম্বরের ১৩ তারিখে।
‘এইচ’ গ্রুপে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এফসি পোর্তো, শাঁখতার দোনেস্কৎ ও রয়্যাল এন্টয়ার্প এফসিকে। রিয়ালের অবস্থান ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নাপোলি, এসসি ব্রাগা ও ইউনিয়ন বার্লিনকে। ‘জি’ গ্রুপে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লেইপজিগ, ক্রভেনা জেভেজদা ও বিএসসি ইয়ং বয়েজ।
সবচেয়ে কঠিন গ্রুপে অবস্থান পিএসজি। ‘এফ’ গ্রুপে ফরাসি ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেডের মত ক্লাব।
একনজরে গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ
গ্রুপ এ: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি কোপেনহেগেন, গ্যালাতাসারেই
গ্রুপ বি: সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দভেন, লাৎসি
গ্রুপ সি: নাপোলি, রিয়াল মাদ্রিদ, এসসি ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ ডি: বেনফিকা, ইন্টার মিলান, সলজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ ই: ফিয়েনর্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লাৎসি, সেলটিক
গ্রুপ এফ: প্যারিস সেইন্ট জার্মেইন, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, লেইপজিগ, ক্রভেনা জেভেজদা, বিএসসি ইয়ং বয়েজ
গ্রুপ এইচ: বার্সেলোনা, এফসি পোর্তো, শাঁখতার দোনেস্কৎ, রয়্যাল এন্টয়ার্প এফসি
বিজ্ঞাপন