আগামী জানুয়ারি থেকে গড়াতে যাচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২৪। শ্রীলঙ্কায় হতে চলা টুর্নামেন্টটির ফিক্সচার প্রকাশ করেছে আইসিসি। আসরে গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন।
তৃতীয়বারের মতো যুব বিশ্বকাপের আয়োজন করছে শ্রীলঙ্কা। পাঁচটি ভেন্যুতে গড়াবে এবারের আসর। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। ১৩ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। ৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে যুবাদের বৈশ্বিক আসরটির।
গ্রুপপর্বে অংশগ্রহণকারী দলগুলো চার দল করে মোট চারটি গ্রুপে খেলবে। ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্বের লড়াই। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে পা রাখবে। চারটি গ্রুপ থেকে মোট ১২টি দল সুপার সিক্সে লড়বে। সেখানে ছয়টি দল করে দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে কোয়ালিফাই করা দলগুলো।
সুপার সিক্সে একটি গ্রুপে লড়বে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের শীর্ষ তিন দল করে মোট ছয়টি দল। অন্য গ্রুপে লড়বে ‘বি’ ও ‘সি’ গ্রুপের শীর্ষ দলগুলো।
সুপার সিক্স পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। ‘এ’ গ্রুপের শীর্ষ দলটি লড়বে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা দলের বিপক্ষে। ‘ডি’ গ্রুপের শীর্ষ দলটি খেলবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা দলের বিপক্ষে। একইভাবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের ম্যাচগুলো হবে।
সুপার সিক্সের দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। সেমিতে বিজয়ী দুটি দল লড়বে ফাইনালে শিরোপার জন্য।
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে- শ্রীলঙ্কা (স্বাগতিক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
আঞ্চলিক যোগ্যতার মাধ্যমে অংশগ্রহণ করবে- নামিবিয়া (আফ্রিকা রিজিওনাল), নেপাল, নিউজিল্যান্ড (ইএপি রিজিওনাল), স্কটল্যান্ড (ইউরোপ রিজিওনাল), ইউএসএ (আমেরিকান রিজিওনাল)।
এক নজরে গ্রুপপর্বে কে কার প্রতিপক্ষ:
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
গ্রুপ ‘ডি’: আফগান্সিতান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
একনজরে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ:
বাংলাদেশ-ভারত (১৪ জানুয়ারি)
বাংলাদেশ-আয়ারল্যান্ড (১৮ জানুয়ারি)
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র (২১ জানুয়ারি)
বিজ্ঞাপন