সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

মেয়েদের অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ধাপে যেতে বাধা সিঙ্গাপুর। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে গোলাম রাব্বানি ছোটনের দল। সিঙ্গাপুরকে হারাতে পারলেই বাছাইয়ের দ্বিতীয় ধাপ নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের।

রোববার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাছাইপর্বের প্রথম ধাপে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে প্রথম ম্যাচে হারিয়েছে ৬-০ গোলে। একইদলকে ৭-০ ব্যবধানে হারায় সিঙ্গাপুর। এতে গোল ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে বাছাইয়ের প্রথমধাপ পেরোতে স্বাগতিকদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। অন্যদিকে ড্র করলেই দ্বিতীয় ধাপ নিশ্চিত হবে সিঙ্গাপুরের।

সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুশীলন শুরু করবে মেয়েরা। তার আগে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত টিম হোটেলে এক্টিভেশন সেশন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনা দেখা দিয়েছে স্থানীয় ফুটবল ভক্তদের মাঝে। ইতোমধ্যেই বিক্রি হয়েছে ম্যাচটির সব টিকেট। প্রায় ৫ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে জালান বিসার স্টেডিয়ামে।

সিঙ্গাপুরকে হারাতে পারলে গ্রুপসেরা হয়ে প্রথমধাপ পেরোবে বাংলাদেশ। পরে দ্বিতীয় ধাপ পেরোতে পারলে টিকিট মিলবে মূলপর্বের। ম্যাচটি সামনে রেখে বেশ আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন। শনিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব এবং ইনশাল্লাহ আমরা জিতব।’

‘গতকাল পুরো দল নিয়ে আমরা (সিঙ্গাপুর-তুর্কমেনিস্তান ম্যাচে) মাঠে ছিলাম। আমার পুরো ৯০ মিনিটের খেলা দেখেছি। সিঙ্গাপুর ভালো দল। তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আমাদের টিম মিটিং হয়েছে, আমরা ইতিমধ্যেই আমাদের পরিকল্পনা সাজিয়েছি। মেয়েদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। আমরা জয়ের জন্য মাঠে নামব এবং ইনশাল্লাহ আমরা জিতব।’

‘তুর্কমেনিস্তান ম্যাচে আমাদের মেয়েরা প্রথম থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছে এবং দলের সবাই সুস্থ আছে। ২৬ তারিখের পর থেকে যে সময়টা পাওয়া গেছে তাতে মেয়েরা খুব ভালোভাবে রিকভারি করেছে। আজকে আমরা শেষ অনুশীলন করব। কালকের ম্যাচের জন্য প্রস্তুতিটা খুব ভালো হবে।’

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইএএফসিছোটনতুর্কমেনিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসিঙ্গাপুর