তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ডোবাল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দুরন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।

বুধবার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচে পাঁচ মিনিটেই দুই গোলের লিড পায় লাল সবুজের দল। তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার পূজা দাস। দুই মিনিট পর ফরোয়ার্ড থুইনুই মারমার গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

৩৯ মিনিটে বাংলাদেশ অধিনায়ক রুমা আক্তার নিশানাভেদ করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে বাঘিনীদের গোল উৎসব। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান থুইনুই।

সাত মিনিট পর পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। এরপর আবারও পেনাল্টি পায় বাংলাদেশ। ম্যাচের ৮২ মিনিটে স্পটকিক থেকে বল জালে জড়ান বদলি খেলোয়াড় ফরোয়ার্ড তৃষ্ণা রানি।

বাংলাদেশকে বাছাইয়ের প্রথমধাপ পেরোতে হতে হবে গ্রুপসেরা। দ্বিতীয় ধাপ পেরোতে পারলে মিলবে মূলপর্বের টিকিট। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩০ এপ্রিল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে ছোটনের মেয়েরা।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইএএফসিছোটনতুর্কমেনিস্তানথুইনুইপূজাপ্রীতিবাংলাদেশরুমালিড স্পোর্টসসিঙ্গাপুর