ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অ্যাম্বুলেন্সের ৬ যাত্রীর

শরীয়তপুরের জাজিরার নওডোবা এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্স সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে বরিশাল থেকে ঢাকাগামী ট্রাকের ধাক্কায় বরিশালগামী অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হয়।

পদ্মা দক্ষিণ থানার এসআই জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কায় দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই নারীসহ ৬ আরোহী নিহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

জাজিরাশরীয়তপুর