বৃহস্পতিবার আইস্ক্রিনে ভিকির নতুন সিরিজ, ট্রেলারে বাড়লো উত্তেজনা

২৭ জুলাই আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ভিকি জাহেদের ওয়েব সিরিজ

ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ বৃহস্পতিবার থেকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত স্ট্রিমিংয়ের অপেক্ষায় থাকা এই সিরিজটির একাধিক পোস্টার ইতিমধ্যে আলোচনায়। এরমধ্যে রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এলো ট্রেলার!

প্রথম পোস্টার প্রকাশের পর জানা যায়, আইস্ক্রিনের প্রথম অরিজিনাল এই কন্টেন্টের কেন্দ্রীয় চরিত্রে আছেন জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন। এরপর ধাপে ধাপে প্রকাশিত পোস্টারে উন্মোচিত হন সিরিজটির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করা শ্যামল মাওলা ও জুনায়েদ বোগদাদী! ট্রেলার রিলিজের পর দেখা গেল সিরিজটি পুরোটাই তারকায় ভরপুর!

ওটিটিতে নতুন মুখ হিসেবে পাওয়া গেল মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। ট্রেলারে আরও দেখা যায় তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিকা জলি, আবদুল্লাহ আল সেন্টুর মতো গুণী অভিনয়শিল্পীদের।

সিরিজটি নিয়ে নির্মাতা আগেই জানিয়েছিলেন, এটি থ্রিলার কিংবা হররের বাইরে রোমান্স ও ড্রামা বেজ কনটেন্ট! কথা মত ট্রেলারেও তেমন আভাসই পাওয়া গেল। তবে ট্রেলার দেখে কী ধরনের গল্প এই ওয়েব সিরিজে নির্মাতা বলতে চেয়েছেন, তা আঁচ করা দুরহ! কারণ ট্রেলারটি শুরু হয় মেহজাবীনের আর্তচিৎকারে! এরপর স্মৃতির অলিগলিতে ঢুঁ দিতে দেখা যায় তাকে। মনে হবে চরিত্রটি তার কোনো প্রিয় মানুষকে হারিয়ে খুঁজছে!

এরইমধ্যেই দুই অভিভাবকের কথোপকথনে উঠে আসে একজন মেয়ের ‘ভাইরাল’ হওয়া ভিডিও প্রসঙ্গ! উঠে আসে ভিন্ন গ্রহের এলিয়েন, পুলিশ ও প্রভাবশালীর দৌড়ঝাঁপ বিষয়ক উপগল্পগুলোও! ট্রেলারে দুই রূপে আগ্রহজাগানিয়া অভিনেতা শ্যামল মাওলা, জুনায়েদ বোগদাদীর রোমান্টিক লুকও দর্শককে স্পর্শ করবে, সেন্টুকে একটু ভিন্ন লুকে দেখা যায় এক ঝলক! তবে ট্রেলারে আলাদা করে দর্শকের দৃষ্টি কেড়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার উপস্থিতি বেশ মোহময়! গল্পের আভাস না পেলেও টানটান উত্তেজনার ট্রেলারটিতে ইন্তেখাব দিনারের কণ্ঠের সংলাপগুলো বেশ আকর্ষণীয়!

সিরিজে কী বলতে চেয়েছেন নির্মাতা? এ নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘‌সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে। যা ২৭ জুলাই স্ট্রিমিং হবে আইস্ক্রিনে।’

বিজ্ঞাপন

আইস্ক্রিনআবদুল্লাহ আল সেন্টুআমি কী তুমিইন্তেখাব দিনারওয়াহিদা মল্লিকা জলিওয়েব সিরিজট্রেলারতারিক আনাম খানফজলুর রহমান বাবুমেহজাবীনলিড বিনোদনশ্যামল মাওলাসাদিয়া ইসলাম মৌসিনেমা