টম ক্রুজের এই ভাইরাল ছবি কি আসল নাকি এআই জেনারেটেড?

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে যায় যেখানে টম ক্রুজ এবং তার মতোই দেখতে আরও দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবিটির ক্যাপশনে অনেকেই লিখেছেন স্টান্ট ডাবলদের সঙ্গে টম ক্রুজ। অনেকেই আবার ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরছে সেটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার(এআই জেনারেটেড) মাধ্যমে তৈরি ছবি ছবি এটি। ‘মিডজার্নি’ নামের একটি গ্রুপ ছবিটি তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন সামাজিক মাধ্যমে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তিনজনের মধ্যে টম ক্রুজ কোনজন, সেটা নিয়েই দ্বিধায় পড়ে আছেন। কেউ কেউ সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, টম ক্রুজের স্টান্টের প্রয়োজন হয় না, একথা তার ভক্তদের জানা।

টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল – ডেড রেকনিং পার্ট ১’ খুব শিগগির মুক্তি পাবে। ছবির কিছু অংশের শুটিং মহাকাশে হয়েছে। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই ছবিটিতে টম ক্রুজ ছাড়া আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, ভেনেসা কিরবি, হেনরি চের্নি প্রমুখ। ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।
সূত্র: লেটেস্টলি

টম ক্রুজলিড বিনোদন