ঢাকার গুলশানে এজ গ্যালারিতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চিত্রশিল্পী মো. টোকনের একক প্রদর্শনী।
এই শীতে কুয়াশার চাদর গলে উন্মোচিত হতে যাচ্ছে ঝিনাইদহ জেলার নদী অববাহিকাময় গ্রামীণ লোকালয় থেকে ব্যাস্ত শহর নিউইয়র্কে সুদৃঢ় পদচিহ্ন আঁকার এক মহাকাব্যিক যাত্রা, যে যাত্রার নায়ক চিত্রশিল্পী টোকন। এ যাত্রার প্রতিকূলতা এবং উদযাপনের গল্প পৃথিবীকে সুযোগ করে দিবে তার রং-তুলির আঁচড়ে আঁকা স্মৃতিময় এবং স্বাপ্নিক যাত্রার সাক্ষী হওয়ার।
শনিবার (২১ জানুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান ২-এর বে’স এজ ওয়াটার এর এজ গ্যালারি-এ বসছে এই একক প্রদর্শনী।
এজ দ্য ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া টোকনের এই একক প্রদর্শনীতে তার অভিজ্ঞতা আর রং-তুলির রঙ্গে নিজেদের রাঙ্গিয়ে উপভোগ করা যাবে দুঃখসাহসিক এই যাত্রার উপাখ্যান।
‘The Odyssey: Crossroads of Dreams and Memories’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনন্য প্রদশর্নীতে সর্বমোট ৭৯টি শিল্পকর্ম প্রদর্শন করা হবে।
বিজ্ঞাপন