সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ সংকটে। বড়, ছোট, মাঝারি দল গুরুত্বপূর্ণ নয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে আর সময় নেই, সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখনই রাজপথে নামতে হবে।

তিনি আজ গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা বলেন।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন নয়তো পালাবার পথও পাবেন না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। পরিবারের পক্ষ থেকে বিদেশে নেয়ার জন্য চিঠি দেয়া হলেও সুযোগ মিলছে না। ডাক্তাররাও বলে দিয়েছেন দেশে যতটুকু চিকিৎসা দেয়া সম্ভব তা তারা করেছেন, এখন বিদেশে নেয়া জরুরি হয়ে পড়েছে। সরকারের প্রতি আবারও আহ্বান, অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন, নয়তো কিছু হলে দায় সরকারের ওপর বর্তাবে।

বিজ্ঞাপন

বিএনপিবিএনপি মহাসচিবমির্জা ফখরুলমির্জা ফখরুল ইসলাম আলমগীর