স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধী নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধী নাগরিকদের অধিকার নিশ্চিত না করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধী নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে মনে করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত সেমিনারের বক্তারা।

আজ ১৩ আগস্ট রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‌‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধী নাগরিকদের অধিকার সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এ সময় বক্তারা প্রতিবন্ধী নাগরিকদের সুরক্ষায় গণমাধ্যম কর্মীদের সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহবান জানান। দেশের প্রত্যাশিত উন্নয়ন অর্জন করতে হলে স্বাভাবিক জীবনযাপনে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে একীভূত করার কোনো বিকল্প নেই বলে সেমিনারে অভিমত ব্যক্ত করা হয়।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক প্রতিবন্ধী নাগরিকদের অধিকার সুরক্ষায় গণমাধ্যম কর্মীদের সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।

সেমিনারের প্রধান আলোচক এটুআই ন্যাশনাল অ্যাকসেসেবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য তার বক্তৃতায় প্রতিবন্ধিতার সংজ্ঞা, ধারণা, মডেল, জাতীয় আইন ও আন্তর্জাতিক কনভেনশন, সফল প্রতিবন্ধী ব্যক্তিদের নাম, স্ক্রিন রিডিং সফটওয়্যার, অ্যাকসেসেবিলিটি টুল, মাল্টিমিডিয়া টকিং বই, অ্যাক্সেসযোগ্য অভিধান, সাংবাদিক হিসেবে প্রতিবন্ধীদের জন্য করণীয় ও ভুল ধারণাসমূহ, প্রতিবন্ধী নাগরিকবান্ধব ডিজিটাল সেবা: প্রেক্ষিত স্মার্ট বাংলাদেশ নিয়ে আলোচনা করেন।

অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক, সেমিনারের পরিচালক সুমনা পারভীন এবং সমন্বয়ক সাইফুনাহার তন্নী সেমিনারে উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর এবং সরকারি ও বেসরকারি গণমাধ্যমের ৬০ জন প্রশিক্ষণার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রতিবন্ধীস্মার্ট বাংলাদেশ