সর্বোচ্চ আদালতে নিয়োগ পেলেন তিন বিচারপতি

হাইকোর্টের তিন জন বিচারপতিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়ােগ করিয়াছেন। এই নিয়ােগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।’

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে
শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি।

এদিকে বর্তমানে আপিল বিভাগে ছয়জন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগে পাওয়ায় আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা হলো নয়জন।

আপিল বিভাগবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট