বেশিরভাগ ট্রেন সময় মতো ঢাকা ছাড়ায় ঈদে রেলযাত্রায় স্বস্তিতে যাত্রীরা। দুপুর পর্যন্ত ১২টি আন্ত:নগর ট্রেনের মধ্যে নীলসাগর ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে টিকিট বিক্রি, টিকিট ছাড়া প্লাটফরমে কাউকে ঢুকতে না দেয়া এবং ট্রেনের ছাদে কেউ উঠতে না পারায় ট্রেনগুলো সময়মতো ছাড়া সম্ভব হচ্ছে।
বিজ্ঞাপন